নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, কিশোরী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সদর উপজেলা এসকেএস ইন-এর হলরুমে প্রকল্প সমাপনী ও কোলাবরেশন ওয়ার্কসপ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডাচমিনিষ্ট্রি অবফরেন এফেয়ার্স নেদারল্যান্ড, অরেঞ্জনলেজ প্রোগ্রামের অধীনে নাফিকদ্বারা পরিচালিত সিনোপ-নেদারল্যান্ড এর নেতৃত্বে কনসোটিয়াম কন্সিলিয়েরি প্রাইভেট লিঃ ও সেরাক বাংলাদেশের যৌথ উদ্যোগে এসকেএস ফাউ-েশনের এসআরএইচআর গাইবান্ধার চর ও নদী অববাহিকা অঞ্চলের মানুষের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও পরিসেবার জন্য প্রকল্প বাস্তবায়ন করেন।
এসময় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান এবং গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উইলকোভিশার-ছিনোপ নেদারল্যান্ড কন্সিলিয়েরি ডিরেক্টর কামরুল হাসান, এবং এসকেএস ফাউ-েশনের (উন্নয়ন কর্মসূচি) পরিচালক সাইফুল আলম। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কিশোরীসহ ৪৫ জন অংশ গ্রহণ করেন।